মসজিদে নামাজে চালক, অটোরিকশা নিয়ে গেলো চোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

ঝালকাঠি শহরে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন চান মিয়া আকন (৫৯)। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার। শনিবার (৪ নভেম্বর) শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে মাগরিবের নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে বের হয়ে দেখেন অটোরিকশা নেই। এতে অসহায় হয়ে পড়েছেন চান মিয়া।

ভুক্তভোগী চান মিয়া আকন শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে।

চান মিয়া বলেন, ‘অটোরিকশা রেখে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। আমার আয়ের একমাত্র অবলম্বনটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

স্থানীয় অটোরিকশাচালক বাবুল হাওলাদার বলেন, ‘চান মিয়া আমাদের সঙ্গেই গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় চোর তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে। তিনি অসহায় হয়ে পড়েছেন।’

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, ‘অটোরিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস। নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের উচিত তার পাশে দাঁড়ানো।’

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চান মিয়া।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।