কোরিয়ায় আর যাওয়া হলো না যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে পাখিভ্যানের (ব্যাটারি চালিত) সংঘর্ষে ইজাজ রাজা (২৪) নামে কোরিয়া প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের হাতিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজাজ মেহেরপুরে রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

আহত ভ্যানচালক মুরসালিন হোসেন (৩৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খাঁ পাড়া গ্রামের খেদের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

jagonews24

নিহত ইজাজের খালু জিয়ারুল ইসলাম বলেন, ভাগ্যের চাকা ঘোরাতে ইজাজ তিন বছর আগে কোরিয়ায় পাড়ি জমান। ছুটিতে ২৭ দিন আগে বাড়িতে আসেন। ইজাজ রাজা বাবা-মায়ের একমাত্র ছেলে। জুথি নামে তার একটা ছোট বোন আছে। পরিবারের জন্য কেনাকাটা করতে মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন ইজাজ। দুর্ঘটনার তার মৃত্যুর খবরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসেছি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল চুয়াডাঙ্গা পৌরশহরের দিকে যাচ্ছিল। হাতিকাটা জ্যোতি ফ্লাওয়ার মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ও ভ্যানচালক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে ইজাজ রাজা নামের এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জাগো নিউজকে বলেন, ইজাজ রাজার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

হুসাইন মালিক/এএইচ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।