রাতে কৃষকের ধান কেটে নিয়ে গেলো প্রতিপক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধায় রাতের আঁধারে এক একর ১৭ শতক জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (৫ নভেম্বর) ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

jagonews24

ভুক্তভোগী কৃষকের নাম আব্দুস ওয়াজেদ। তিনি উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত রহমত উল্লাহ শেখের ছেলে।

আব্দুস ওয়াজেদ অভিযোগ করে বলেন, ১৭-১৮ বছর আগে আমি ওই জমি কিনেছি এবং তখন থেকে ভোগদখল করে আসছি। তবে একই এলাকার মৃত নিরগিন শেখের ছেলে খতিবর রহমান লতিফ গংরা ওই জমি নিজের দাবি করে জবরদখল করার চেষ্টা করছিলেন। তারাই রাতের আঁধারে আমার এক একর ১৭ শতক জমির ধান কেটে নিয়ে গেছে।

jagonews24

তিনি আরও বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বৈঠকের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন। তারপরও জমি দখলের চেষ্টা করলে আমি নিরুপায় হয়ে লালমনিরহাট আদালতে মামলা করি। মামলায় আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন। অথচ তারা আদালতের আদেশ অমান্য করে জমির ধান (প্রায় ৮০ মণ) কেটে গেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে খতিবর রহমান লতিফ বলেন, আব্দুস ওয়াজেদের লোকজন নিজেরাই ধান কেটে নিয়ে গিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

jagonews24

এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মামলা চলমান। রাতে কে বা কারা ধান কেটে নিয়ে গেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ধান কাটার বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।

রবিউল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।