এক বাইকে তিন ছাত্র, পথে প্রাণ গেলো একজনের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা মিতুল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আরও দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতুল ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ড্রেস মেকিং বিভাগের ছাত্র ও উপজেলার আথাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহতরা হলেন- একই শ্রেণীর বিশাল (১৫) ও সিয়াম (১৫)। তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এক বাইকে তিন ছাত্র, পথে প্রাণ গেলো একজনের

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জাগো নিউজকে বলেন, সাড়ে ৯টার দিকে খবর পেয়ে থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা জাগো নিউজকে বলেন, দুর্ঘটনাস্থলেই মিতুল মারা যায়। আহত বিশাল ও সিয়ামের অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারেনট্যান্ড রফিকুল ইসলাম জাগো নিউজ বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতরা তিনজনই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র। ইনস্টিটিউটে নির্বাচনী পরীক্ষা চলছে। এরা মোটরসাইকেলে পরীক্ষা দিতে আসছিল।

শেখ মহসীন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।