ঢাকা-সিলেট মহাসড়কে বেড়েছে দূরপাল্লার পরিবহন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের মধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কে বেড়েছে দূরপাল্লার বাসসহ মালবাহী বিভিন্ন পরিবহনের চলাচল। গন্তব্যস্থলে যেতে সকাল থেকেই বাসস্ট্যান্ড এলাকায় ভিড় করছেন যাত্রীরা।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকা থেকে দুরপাল্লার যাত্রীবাহী বাস আসছে। সেসব বাসে যাত্রীদের ভিড় রয়েছে। এছাড়া সড়কের সিএনজিচালিত অটোরিকশা, মালবাহী ও জরুরি সেবা কাজে নিয়োজিত ট্রাক চলছে।

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালি পরিবহনের চালক রফিক মিয়া বলেন, আজ তো অবরোধের শেষদিন তাই গাড়ি নিয়ে বের হয়েছি। আমাদের পেট তো আর অবরোধ বুঝে না। কাজ না করলে খামু কি? পেটের তায়ে গাড়ি নিয়ে সড়কে বের হয়েছি। তবে সকাল থেকে সড়কে কোনো ঝামেলায় পড়তে হয়নি।

আরও পড়ুন: ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন

কিশোরগঞ্জ যেতে অনন্যা সুপার বাসের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রী বাছির মিয়া বলেন, আমাদের এ দিকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সবাই যার যার মতো করে কাজে বের হয়েছে। আমিও জরুরি কাজে কিশোরগঞ্জ যেতে বাসের জন্য অপেক্ষা করছি। সকাল থেকেই সড়কে দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে।

অবরোধের দ্বিতীয়দিনে সড়কে যাত্রী ও পরিবহনের নিরাপত্তায় বিভিন্ন মোড়ে পুলিশ, বিজিবি টহল দিচ্ছেন। এছাড়া দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভৈরবে তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

রাজীবুল হাসান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।