পুলিশের তাড়া খেয়ে হাত ভাঙলো ছাত্রদল নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

নাশকতা মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় হাত ভেঙে যায় তার। এ সময় এক পুলিশ সদস্য আহত হন।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙেদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব হোসেন সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের মানিকদহের আবু হুরাইরার ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জাগো নিউজকে বলেন, পুলিশ একজনকে এনেছিল, তার ডান হাত সম্ভবত ভেঙে গেছে। তাই এক্সরেসহ ব্যান্ডেজ করে হাড়ের ডাক্তারের কাছে রেফার করেছি। এছাড়া একজন পুলিশ সদস্য সামান্য আহত ছিলেন। তাকেও প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জাগো নিউজকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় একজনকে গ্রেফতার করেছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালত পাঠানো হবে।

হুসাইন মালিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।