স্ত্রীর মামলায় কারাগারে যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় রিগেন তালুকদার নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আয়াজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিগেন তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মুলিবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। রোববার (৫ নভেম্বর) রিগেনকে গ্রেফতার করে র‌্যাব।

সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর পেশকার লিয়াকত আলী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্ত্রীর করা যৌতুক মামলায় চলতি বছরের ১১ জুলাই রিগেন তালুকদারের দেড় বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ মে রিগেনের সঙ্গে এনায়েতপুর থানার ভূইয়ারহাট গ্রামের ঝরনা খাতুনের বিয়ে হয়। বিয়েতে চার লাখ টাকা যৌতুক নেন তিনি। এরপর আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন রিগেন তালুকদার। তবে এ যৌতুক না দেওয়ায় তিনি স্ত্রীকে মারধর করতেন। এ ঘটনায় ২০২১ সালের ৩১ আগস্ট মামলা করেন ঝরনা খাতুন।

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।