নেতাদের ‘বেইমান’ আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা মাসুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে নেতাদের ‘বেইমান’ আখ্যা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাসুদ রানা নামের এক ছাত্রদল নেতা।

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মাসুদ রানা উপজেলা ছাত্রদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্ট্যাটাসে মাসুদ রানা লিখেছেন, ‘রাজনীতিকে বিদায় দিতে বাধ্য হলাম। কিছু সুবিধাভোগী নেতা ও তাদের পরিবারের সদস্যের মিথ্যা-বেইমানির কারণে আমার দলীয় পদ থেকে সরে দাঁড়ালাম। আশা করি কেউ আমাকে এ ব্যাপার নিয়ে ভুল বুঝবেন না।’

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘সে পদত্যাগ করতে চাইলে উপজেলা শাখা সভাপতি-সম্পাদক বরাবর লিখিতভাবে আবেদন করলে আমরা বিবেচনা করতাম। তার নিজের গ্রামের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ হলে সে উপজেলা শাখার নেতাদের জানাতে পারতো। এভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন ছিল না।’

পদত্যাগের ঘোষণা দেওয়া ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, ‘স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। রাজনৈতিক কর্মসূচির কোনো ঝামেলায় থাকতে চাই না। নিজের ভবিষ্যত ও পরিবারের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।’

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।