টাঙ্গাইলে অবরোধে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধে টাঙ্গাইল-ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছেন বাস কোচ মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি অবরোধ উপেক্ষা করে সকল প্রকার ট্রাকও চলাচল করবে বলে জানানো হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচলে প্রশাসনের কাছে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিবহন নেতৃবৃন্দ।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সমিতির নেতারা। সভায় বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে গণপরিবহন এবং ট্রাক চলাচল করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

টাঙ্গাইলের বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দীন, বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দেশের অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের উপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এ কারণে অবরোধের মধ্যে সারা দেশের সঙ্গে জেলার গণপরিবহন চলাচল চালু থাকবে। নির্দিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তায় চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।