স্বেচ্ছাসেবক লীগ নেতার জ্যাকেটকাণ্ডে এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

স্বেচ্ছাসেবক লীগের এক নেতার শরীরে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছবি ভাইরাল হওয়ার ঘটনায় বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাতে তাকে ছাড়পত্র দিয়ে তাকে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগেও হাতে থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রত্যাহার হয়েছিলেন শহিদুল।

সাগর উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোনাহাটা হাসপাতাল পাড়া এলাকার চাঁন মিয়া সরকারের ছেলে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধে কোন অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেটার কথা লক্ষ্য করে এসআই শহিদুল ইসলামসহ একটি ফোর্স উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে পেশাগত দায়িত্ব পালনের জন্য যান। এ সময় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট খুলে পাশের বিট পুলিশ অফিসের টেবিলে রেখে খাওয়া দাওয়া করতে বাইরে যান। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল মজার ছলে ওই জ্যাকেটটি পরে একটি ছবি তোলেন।

৩১ অক্টোবর ছবিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভুল বুঝতে পেরে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর সাগর নামে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তবে পুলিশের ব্যবহৃত জ্যাকেট অন্য কারো পরার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার অবহেলা প্রমাণিত হওয়ায় তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।