মহাসড়কে অটোরিকশায় আগুন

‘আমি কার কী ক্ষতি করেছি, কেন আমার গাড়ি পুড়িয়ে দিলো’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

বগুড়া সদরে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কে মাটিডালি থেকে চারমাথায় যাওয়ার পথে ১০-১৫ জন দুর্বৃত্ত অটোরিকশাচালকের পথরোধ করে। এ সময় তারা অটোর সামনের অংশের কাঁচ ভাঙচুর করে ভেতরে থাকা চালককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।

অটোরিকশায় পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে সটকে পরে দুর্বৃত্তরা। হাতবোমার স্প্লিন্টারে অটোচালক রফিকুল ইসলামের ডান হাতের কবজির ওপরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

jagonews24

রফিকুল বলেন, হাতে বোমা লেগেছে সমস্যা নেই। আমার পেটে তারা লাথি দিল। আমি গরিব মানুষ কার কী ক্ষতি করেছি? তারা কেন আমার গাড়ি পুড়িয়ে দিলো।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আকতার জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।