অটোরিকশা ছিনতাই করতে ইটের আঘাতে চালককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশাচালক আরমান হত্যার ঘটনায় প্রধান আসামি শুক্কুর আলম ও সবুজকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (৮ নভেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় প্রেসব্রিফিং করে পিবিআই।

গ্রেফতার শুক্কুর আলম হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা মজুমদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে এবং সবুজ একই উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি গ্রামের শাহ জামাল বেপারীর ছেলে।

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, যাত্রী সেজে আলম ও সবুজ নামের দুই আসামি আরমানের অটোরিকশায় ওঠেন। তাদের উদ্দেশ্য ছিল আরমানকে হত্যা করে অটোরিকশা নিয়ে যাবেন। পরবর্তীতে তারা নির্জন জায়গায় এসে ইট দিয়ে আঘাত করে আরমানকে হত্যা করে অটোরিকশা নিয়ে যান।

তিনি আরও বলেন, গত ৩০ অক্টোবর থেকে আরমান নিখোঁজ ছিলেন। ৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া আশেক আলী মার্কেট সংলগ্ন এলাকার বালুর স্তূপ থেকে উদ্ধার আরমানের জামা ও জুতা দেখে তার বাবা মরদেহ শনাক্ত করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আলম ও সবুজের নামে কচুয়া থানায় অটোরিকশা চুরির মামলা রয়েছে। পূর্বের মামলা ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তারা স্বীকারোক্তি দিয়েছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মাহবুবুর রহমান, কবির হোসেন, শামীম আহমেদ, তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম মীর ও এসআই শরীফুল ইসলাম।


শরীফুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।