সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

আরও পড়ুন: বগুড়ায় এক ঘণ্টার ব্যবধানে ২ ট্রাকে আগুন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ভোরে একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণ করে। এতে ট্রাকের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এম এ মালেক/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।