হরতাল-অবরোধ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে সরানো হচ্ছে গাছের গুঁড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। হরতাল-অবরোধ কর্মসূচির সময় মহাসড়কে যানবাহন চলাচল যাতে নির্বিঘ্ন থাকে, কেউ যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন সেজন্য সড়কের পাশ থেকে বিভিন্ন গাছের গুঁড়িসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন সব বস্তু অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের নেতৃত্বে সড়কের পাশে বিভিন্ন স’মিলের সামনে রাখা গাছের গুঁড়ি সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। সড়কগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল কার্যক্রমও চালানো হচ্ছে।

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে সরানো হচ্ছে গাছের গুঁড়ি

ইউএনও সাইফুর রহমান বলেন, ‘মহাসড়কে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। মূলত সড়কের পাশে গাছের গুঁড়ি কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় এমন সব বস্তু অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের বলা হচ্ছে। অনেক সময় দেখা যায় সড়কের পাশে থাকা এসব গাছের গুঁড়ি রাতের আঁধারে সড়কের ওপর রেখে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সে কারণে সড়ক থেকে নিরাপদ দূরত্বে গাছের টুকরাগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।’

সম্প্রতি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় সড়কের পাশে থাকা গাছের গুঁড়ি সড়কের মাঝে ফেলে রেখে অবরোধের চেষ্টা করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এর বেশকিছু ছবি ও ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।