উপনির্বাচন

পটুয়াখালী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেল ৫টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আফজাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আফজাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে গত ১ নভেম্বর (শেষ দিনে) একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আফজাল হোসেন। এরআগে ২১ অক্টোবর অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।