হবিগঞ্জে পুকুরে পড়ে ৩ শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৮:১০ এএম, ৩০ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

হবিগঞ্জে পুকুরে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ধল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- জাহাত মিয়ার ছেলে জীবন (৫), আমির মিয়ার মেয়ে হিফজো (৪) ও আওলাদ মিয়ার মেয়ে রুমা (৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, গ্রামের মসজিদের পাশে পুকুরের পাড়ে ৩ শিশু খেলা করছিল। কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখেন। বিষয়টি সদর থানায় অবহিত করা হয়েছে।

এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।