দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে কিশোর খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০২ এএম, ১০ নভেম্বর ২০২৩

যশোরে দোকান থেকে ডেকে নিয়ে রাজিম খাঁন সাজেদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরশহরের বড়বাজারের চুড়িপট্টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাজেদ শহরতলী ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে। তিনি বড়বাজারের একটি শাড়ি-কাপড়ের দোকানের কর্মচারী ও ঝুমঝুমপুর এলাকার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ এ ঘটনায় রাজিব নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানা যায়, সাজেদ কিছুদিন আগে শহরের বড়বাজারের চুড়িপট্টি এলাকার একটি শাড়ি-কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ নিয়েছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কয়েকজন তাকে ওই দোকান থেকে ডেকে নিয়ে যায়। এরপর চুড়িপট্টি এলাকার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।

রাজিব নামে এক বন্ধু তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হেমন্ত পোদ্দার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হেমন্ত পোদ্দার বলেন, তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নিহত সাজেদের বাবা বাদল খান বলেন, সাজেদকে ছুরি মেরেছে শুনে হাসপাতালে এসে দেখি ছেলে লাশ হয়ে পড়ে আছে। কারা কেন সাজেদকে খুন করলো জানি না।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পরপরই পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান শুরু করেছে। তবে কী কারণে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

মিলন রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।