বরগুনায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক
বরগুনায় ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট থেকে তাকে আটক করে বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ।
আটক ইউপি সদস্যের নাম এনামুল হক হিরু। তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ঢলুয়া ইউনিয়নের বিএনপি নেতা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হিরুকে আটক করে বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক এনামুল হক হিরুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
সাইফুল ইসলাম মিরাজ/এসএস/আরআইপি