চুয়াডাঙ্গায় জমকালো গরুমেলা, থাকছে র‌্যাম্প শো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১০ নভেম্বর ২০২৩

তিন জেলার খামারিদের অংশগ্রহণে চুয়াডাঙ্গায় গরুমেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। মেলায় উঠেছে ২৫০টির মতো আকর্ষণীয় গরু। থাকছে জমকালো গরুর র‌্যাম্প শো ও আকর্ষণীয় পুরস্কার।

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে শুক্রবার (১০ নভেম্বর) দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বিভিন্ন ধরনের গরু নিয়ে মেলায় অংশ নেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার খামারিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

মেলার প্রধান অতিথি সচিব ড. নাহিদ রশীদ বলেন, এ মেলার উদ্দেশ্য দেশে মাংসের চাহিদা পূরণ করা। এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি হবে। সরকারের প্রাণিসম্পদ খাতের যে অগ্রযাত্রা সেটা এ মেলার মাধ্যমে তুলে ধরা হবে।

সারাদেশে ৫০ হাজারেরও বেশি খামারি বিডিএফএর সদস্য। প্রতিবছর প্রাণী প্রদর্শনী ও খামারি সম্মেলনের আয়োজন ছাড়াও এখাতের নানা দাবি নিয়ে সরব থাকে সংগঠনটি।

দুই দিনব্যাপী এ গরুমেলায় অংশ নিয়েছেন সারাদেশের তিন হাজারেরও বেশি খামারি। মেলায় গরুর চিকিৎসার জন্য রয়েছে ভেটেরিনারি টিম। প্রথমবারের মতো গরুমেলার আয়োজন করায় চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিডিএফএর সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারিদের সুখ-দুঃখ সেভাবে উঠে আসে না। এ মেলার মাধ্যমে খামারিরা নীতিনির্ধারকদের কাছে তাদের সমস্যা তুলে ধরবেন। সারাদেশের খামারিদের সঙ্গে শক্ত মেলবন্ধন তৈরির জন্যই এমন আয়োজন করা হয়েছে।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।