বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না: শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে এটা বিএনপির সহ্য হয় না। তাই তারা ষড়যন্ত্র করছেন। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। কারণ দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

শনিবার (১১ নভেম্বর) সকালে ভোলার লালমোহনের মঙ্গল শিকদার বাজারে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: তিনমাসের কাজ এখন কয়েক মিনিটে করা যাচ্ছে: পলক

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিএনপির আমলে লালমোহন ও তজুমদ্দিন ছিল সন্ত্রাসের জনপদ। আর আওয়ামী লীগের ১৫ বছরে লালমোহন ও তজুমদ্দিন শান্তি ও উন্নয়নের জনপদ রূপান্তরিত হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খফরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।