লক্ষ্মীপুরে ব্যারিস্টার সুমন
‘আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে দর্শকরা মাঠে এসেছেন’
দর্শকরা শুধু খেলা দেখতে মাঠে আসেনি। তারা আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে মাঠে এসেছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। খেলা শেষে ব্যারিস্টার সুমনসহ তার দলের হাতে ট্রফি তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচানোর জন্য আমি জেলা জেলায় যাচ্ছি। লক্ষ্মীপুরেও এসেছি আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে। আর এখানকার ডাক্তার হচ্ছেন ম্যাচের আয়োজক সালাহ উদ্দিন টিপু।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে গর্বের ইতিহাস আছে। লক্ষ্মীপুরকে হারানো যায় না। আমি আপনাদের হারাতে আসিনি। আপনাদের হৃদয় জয় করতে এসেছি। ৪৪ বছর বয়সে এসে মাঠে নেমে ঘাম ঝরাই, ফুটবলারদের লাথি খাই। আমিতো আর জাতীয় দলে খেলবো না। তবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো ফুটবল রেখে যাওয়ার জন্যই মাঠে নামি। আমার বিশ্বাস আপনারা সঙ্গে থাকবেন।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া।
কাজল কায়েস/এসজে/এএসএম