গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১২ নভেম্বর ২০২৩

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ডভ্যান ও দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মিজানুর রহমান (৩৯) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মিজানুর বগুড়া সদর উপজেলার গোকুলের মৃত আফসার আলীর ছেলে। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

এরআগে শনিবার সন্ধ্যার দিকে মতিঝিল থেকে র‌্যাব-১২ বগুড়ার একটি দল মিজানুরকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়া ও দিঘলকান্দি এলাকায় একটি কাভার্ড ভ্যান আর দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনার অন্যতম আসামি মিজানুর। তার নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যানবাহনে আগুন, ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় বগুড়া সদর থানায় গত দুই সপ্তাহে মিজানুরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে চারটি মামলা হয়েছে। এরপরই তিনি গ্রেফতার এড়াতে ঢাকায় পালিয়ে যান ও সেখান থেকে বগুড়ায় নাশকতার পরিকল্পনা করেন। মিজানুরের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা আছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, ঢাকা-রংপুর মহাসড়কে নাশকতা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী মিজানুর। তার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ ঘটনাগুলো ঘটাতো।

অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, মিজানুরকে হয়রানির জন্য মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। বিএনপির আন্দোলন বেগবান থাকবে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।