‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন
১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালী।

এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পটুয়াখালীর সাধারণ সম্পাদক ও উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা সভাপতি মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম-সম্পাদক কে এম শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরী প্রমুখ।
কর্মসূচিতে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কে এম জাহিদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস