প্রধানমন্ত্রীর জনসভা

খুলনা সার্কিট হাউজ ময়দানে ঢুকতে না পেরে নেতাকর্মীদের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে প্রধানমন্ত্রীর আগমনের আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনসভা। এতে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

নানা রঙের পোশাকে মিছিল নিয়েও সামনে এগিয়ে যেতে পারছেন না দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। সার্কিট হাউস ময়দানে ঢুকতে না পেরে দূর থেকে আক্ষেপ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

jagonews24

আরও পড়ুন: খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা আবুল হাসান, রহিমা বেগম, ইলিয়াস হোসেনরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য এসেছি। কিন্তু সভাস্থল পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি।

অন্যদিকে, জনসভাস্থলে যেতে না পেরে জায়ান্ট স্ক্রিনে চোখ রাখতে শুরু করেছেন নেতাকর্মীরা।

 

আলমগীর হান্নান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।