নোয়াখালীতে আগুনে পুড়লো ৯ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১২ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি ফার্মেসি, একটি চা দোকান, একটি কনফেকশনারি, একটি মুদি, একটি সার দোকান, একটি সেলুনসহ মোট ৯টি দোকান পুড়ে যায়।

আরও পড়ুন: নাটোরে খড়বোঝাই নসিমনে অগ্নিসংযোগ

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. রাকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় অনেক দোকান রক্ষা পেয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।