সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় সবুজ সেখ নামের (২৬) এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মামলার এ রায় দেন। সবুজ সেখ জেলার উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক মিয়ার ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বলেন, উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বকুলের মেয়ে লিমা খাতুনের সঙ্গে সবুজের বিয়ে হয়। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি স্বামীকে নিয়ে লিমা তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

পরদিন দুপুর ২টার দিকে লিমার শ্বশুর-শাশুড়ি ও ফুফু শাশুড়ি লিমার বাড়িতে বেড়াতে আসেন। বিভিন্ন সময় সবুজ লিমাকে মারধর করেন বলে সবুজের বাবাকে অভিযোগ করেন লিমার বাবা। এক পর্যায়ে সবুজ লিমাকে আচার-আচরণ শিখিয়ে তাদের বাড়িতে পাঠাতে বলেন। পরে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে লিমাকে সঙ্গে নিয়ে সবুজ নিজ বাড়িতে ফেরেন।

একই দিন দিনগত রাত ৮টার পর থেকে পরদিন দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় সবুজ লিমাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর লিমার বাবা বকুল বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সবুজকে গ্রেফতার করে।

এরপর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি সবুজের উপস্থিতিতে এ আদেশ দেন।

এম এ মালেক/আরএন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।