লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৪৪ এএম, ১৪ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

লক্ষ্মীপুরের কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কাউসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় কাউসার নামে একজন মারা গেছেন। আহত তিনজনকে নোয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত কাউসার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আন্ডারঘর এলাকার রহিম উদ্দিন হাজী বাড়ির আবুল কালামের ছেলে।


কাজল কায়েস/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।