নিখোঁজের চারদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৪৭ এএম, ১৪ নভেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজের চারদিন পর টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ইনানী রয়েল টিউলিপের দক্ষিণ পাশে তার মরদেহ পাওয়া গেছে।

নিহত মো. নুরুল আবছার (১৫) উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের ফরিদ আলমের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নুরুল আবছার টমটমচালক। সে গত চারদিন আগে টমটম চালাতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করে। সোমবার তাদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সন্ধ্যার দিকে ইনানী রয়েল টিউলিপের দক্ষিণ পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

সায়ীদ আলমগীর/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।