নাটোরে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৩

নাটোরের সিংড়ায় নদীতে ডুবে আব্দুল মতিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের বারনই নদীর পশ্চিমপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মতিন আগপাড়া গ্রামের মৃত আব্দুল খলিল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হন আব্দুল মতিন। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। গতকাল রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে পরিবারের লোকজন তাকে নদীর পাশে টয়লেটে রেখে আসলে পা পিছলে নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

শেরকোল ইউপি চেয়ারম্যান রুবেল হোসেন জানান, রাতে নদীতে পড়ে গিয়ে আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত।

রেজাউল করিম রেজা/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।