মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
যশোরে মাদক মামলায় শাহ জামাল বাদশা নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দয়রা জজ তাজুল ইসলাম এ ঘোষণা দেন। সাজাপ্রাপ্ত শাহ জামাল বাদশা বেনাপোলের বারপোতা গ্রামের মৃত নূর হোসেন মন্ডলের ছেলে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুন শার্শা থানার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জামতলা বাজারে অভিযান চালায়। এ সময় শাহ জামাল বাদশাকে আটক হন। তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় এসআই সৈয়দ বকতিয়ার আলী আটক বাদশার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি বাদশাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশীদ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শাহ জামাল বাদশার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
মিলন রহমান/এসজে/এএসএম