ফেনী জেলা বিএনপির আহ্বায়ক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৫ নভেম্বর ২০২৩

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটকের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৭। তবে তাকে কোথায় থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, শেখ ফরিদ বাহারকে ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়েছে।

এদিকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ প্রশাসন ২০১৮ সালের মতো একটি নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। পুলিশ এত নির্লজ্জ ও নিম্নপর্যায়ে নেমে গেছে এ বিষয়ে কিছু বলার নেই। তারা দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে জেলে বন্দি করার মিশনে নেমেছে। ফেনীর পুলিশ প্রশাসন মনে হচ্ছে পাইকারি দরে বিক্রি হয়ে গেছে। তবে এসব করে ফেনী নয়, সারাদেশেও আন্দোলনের গতিপথ আটকানো যাবে না।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।