বেলাব সদর ইউপিতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
আজ দ্বিতীয় ধাপে নরসিংদীর বেলাব উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন আনুষ্ঠানের মাত্র ১২ ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বেলাব সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইদুর রহমান শাজাহান।
বুধবার রাত ৮টার দিকে বেলাব বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, তার পরিবার ও কর্মী সমর্থকদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এছাড়া একের পর এক হুমকি ও পুলিশি হয়রানির কােণে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। এতে বুথগুলোতে এজেন্ট দেয়ার মতো কর্মীও বিএনপি প্রার্থীর সঙ্গে নেই। ফলে নৌকার প্রার্থীর বিজয়ের ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
সঞ্জিত সাহা/এসএস/এমএস