মা ইলিশ রক্ষায় অভিযান

জব্দ নৌকা উন্মুক্ত নিলামে সাড়ে ২২ লাখ টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে জব্দ ৪৭টি নৌকা উন্মুক্ত নিলামে ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা বিক্রি করা হয়েছে। একই সময়ে জব্দ করা একটি সুতার জাল বিক্রি হয় তিন হাজার ৪২৬ টাকায়।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে জেলা প্রশাসক গঠিত কমিটি।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলাম, নিগার সুলতানা ও চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান উপস্থিত থেকে নিলাম কার্যক্রম সম্পন্ন করেন।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, জব্দ করা নৌকাগুলো বিক্রির জন্য জেলা প্রশাসক কামরুল হাসান ৬ নভেম্বর কমিটি করে অফিস আদেশ দেন। ওই আদেশে উন্মুক্ত নিলামে নৌকাগুলো বিক্রির কাজ সম্পন্ন হয়েছে।

একই সময়ে হাইমচরে উপজেলা টাস্কফোর্স কর্তৃক জব্দ ১৫টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি হওয়ার কথা থাকলেও হয়নি।

হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, অভিযানে জব্দ ১৫টি নৌকার মধ্যে কিছু নৌকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নৌকার বিষয়ে পর্যায়ক্রমে উপজেলা টাস্কফোর্স কমিটি যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন করা হবে।

শরীফুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।