তফসিলের পরই বগুড়ায় জামায়াতের মিছিল, হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। আতঙ্ক সৃষ্টি করতে মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটনো হয়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মী লাঠিসোটা হাতে শহরের মফিজপাগলার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পিটিআই মোড়ে গিয়ে তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে পুলিশ এসে জামায়াতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় একজনকে আটক করা হয়। বগুড়া শহর জামায়াতে ইসলামীর নেতা আজগর আলী এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

এদিকে রাত ৮টার দিকে বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের ফটকি ব্রিজে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।