‘মিধিলি’র প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৩

পটুয়াখালীতে দুপুর ২টা থেকে ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ আঘাত হানতে শুরু করেছে। দুপুরের পর থেকেই বাতাসের গতিবেগ বাড়তে শুরু করে। বর্তমানে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সকাল থেকে ঘণ্টায় ২৭-২৮ কিলোমিটার বেগে বাতাস বইলেও বর্তমানে ৪০-৫০ কিলোমিটার বেড়ে বাতাস বইছে। এটি ঘূর্ণিঝড়ের প্রভাব বলেও জানান তিনি।

jagonews24

এদিকে বাতাসের পাশাপাশি পটুয়াখালীতে গত দুদিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কোথাও কোথাও সেড়কে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। নদীতে জোয়ার থাকায় শহরে খাল ও ড্রেনের মাথায় স্থাপিত স্লইস গেটগুলো বন্ধ রাখা হয়েছে।

jagonews24

পটুয়াখালী পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। এরইমধ্যে যেসব এলাকায় বৃষ্টির পানি আটকে পড়েছে সেসব এলাকায় পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। নদীতে জোয়ারের পানি কমে গেলে এবং স্লুইস গেটগুলো খুলে দিলে পানি সরে যাবে।

অন্যদিকে ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় পটুয়াখালী জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

jagonews24

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিব কেল্লা, ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, সাত লাখ ৯০ হাজার নগদ টাকা, ৬৫০ মেট্রিক টন চাল মজুত রয়েছে। এর পাশাপাশি স্যালাইন, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখাসহ ৮২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।