কিশোরগঞ্জ

নদীতে নিখোঁজ সেই মাঝির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৭ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজের এক দিন পর রয়েচ মিয়া (৪৫) মাঝির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন রয়েচ মিয়া।

আরও পড়ুন: মিঠামইনে নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আতপাশা বাজার নদীর খেয়া ঘাটের মাঝি রয়েচ মিয়া বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে নদীতে নিখোঁজ হন। নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলের প্রবেশ পথে তার খালি নৌকা পাওয়া যায়। শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহ খুঁজে পায় আামদের ডুবুরি দল।

এসকে রাসেল/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।