ঘূর্ণিঝড় মিধিলি

সাগরে ঝড়ের কবলে পড়া ১৮ মাঝিমাল্লা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজারের নুনিয়ারছরা জেটিঘাটে উদ্ধার ট্রলার ও মাঝিমাল্লাদের আনা হয়।

জেটি ঘাটে কোস্ট গার্ডের ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজ প্রেস ব্রিফিংয়ে জানান, ১৪ নভেম্বর এফ বি মায়ের দোয়া নামক একটি ট্রলার কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

তিনি আরও বলেন, কক্সবাজারের জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ মনসুর আলী শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২১ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে ভাসতে থাকা ট্রলার ও এর ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।