নাটোরে বিলুপ্ত প্রায় হিমালয়া ঈগল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পাখিটিকে উত্তরা গণভবনের ‘পাখির অভয়াশ্রম’ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাস টার্মিনালের পাশে ঈগল পাখিটি পাওয়ার পর মোটর শ্রমিকরা ৯৯৯ এ ফোন দিলেও কেউ পাখিটিকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মোটর শ্রমিক ময়েন উদ্দিন জানান, শুক্রবার সকালে টার্মিনালের পাশের একটি গাছ থেকে ঈগলটি পড়ে আহত হলে আর উড়তে পারছিলো না। পরে কয়েকজন শ্রমিক ঈগলটিকে সেবাযত্ন করে। শনিবার সকালে পাখিটি কিছুটা সুস্থ হয়। তবে ঈগলটিকে উদ্ধারে ৯৯৯ ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। দুপুরে স্থানীয় এক সাংবাদিককে জানালে তিনি পাখিটি নিয়ে যান।

সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম বলেন, স্থানীয়রা বিলুপ্ত প্রায় হিমালয়া ঈগল পাখিটি উদ্ধারের কথা জানালে আজ দুপুরে ঘটনাস্থলে যাই। পরে পাখিটিকে স্থানীয় এক পশু চিকিৎসককে দেখিয়ে নাটোর উত্তরা গণভবনের পাখির অভয়াশ্রমে হস্তান্তর করি। আশা করি পাখিটি সুচিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।

রেজাউল করিম রেজা/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।