নাটোরে মধ্যরাতে পার্কিংয়ে থাকা বাসে আগুন
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বাসচালক প্রিন্স বলেন, প্রায় ছয় মাস ধরেই বাসটি এখানে পার্কিং করে রাখা হয়। আমরা ভাবতেও পারিনি দাঁড়িয়ে থাকা কোনো বাসে কেউ আগুন দিতে পারে। শনিবার রাত ২টা পর্যন্ত আমরা বাসের কাছেই ছিলাম। পরে বাড়িতে ঘুমাতে যাই। সাড়ে ৩টার দিকে খবর পাই আমাদের বাসে কেউ আগুন দিয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় হাঁসবোঝাই পিকআপে আগুন

তিনি আরও বলেন, আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পৌঁছায়। তাদের একটাই কথা পুলিশ না আসলে আমরা যেতে পারবো না। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে বাসটির ভেতরের সবকিছু পুড়ে গেছে। সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সোহেল বলেন, রাত ৩টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পাই। এর পরপরই আমরা এসে আগুন নেভাই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানের আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রেজাউল করিম রেজা/জেএস/এমএস