জাগো নিউজে সংবাদ প্রকাশ

খাদিজাকে নতুন সাইকেল উপহার দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:০৭ এএম, ২০ নভেম্বর ২০২৩

শরীয়তপুরে অন্যের জমিতে কৃষাণ দিয়ে ক্রিকেট খেলার পাশাপাশি নিজের পড়াশোনা চালানো খাদিজা আক্তারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয়ের সামনে তার হাতে নতুন একটি সাইকেল তুলে দেন ইউএনও। এ সময় সাইকেল পেয়ে খুশিতে আপ্লুত হয়ে ওঠেন খাদিজা।

জানা যায়, খাদিজার একমাত্র সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় কলেজে যাওয়া বন্ধের উপক্রম হয়। এ নিয়ে ৩০ সেপ্টেম্বর জাগোনিউজ২৪.কম-এ ‘টাকার অভাবে ক্রিকেট ছেড়েছেন অলরাউন্ডার খাদিজা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

বিষয়টি নজরে এলে খোঁজ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র খাদিজাকে একটি সাইকেল উপহার দেন। পাশাপাশি খাদিজাকে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান।

খাদিজা আক্তার বলেন, ছোটবেলা থেকে খুব কষ্টে বড় হয়েছি। মানুষের জমিতে ফসল কেটে, ক্ষেত নিড়ানোর কাজ করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। খেলাধুলা পছন্দ করতাম বলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও ধরে রেখেছিলাম। টাকা জমিয়ে একটা সাইকেল কিনেছিলাম, ওটা চালিয়েই স্কুল আর কলেজে যেতাম। কয়েকদিন আগে মাকে ডাক্তার দেখাতে হাসপাতালে যাওয়ার পর আমার সাইকেলটি চুরি হয়ে যায়। সাইকেলটির অভাবে আমার কলেজে যাওয়া কষ্ট হয়ে পড়ে। পরে বিষয়টি ইউএনও জানতে পেরে আমাকে নতুন একটি সাইকেল কিনে দেন। আমি এখন ভীষণ খুশি।

ইউএনও জ্যৌতি বিকাশ চন্দ্র জাগো নিউজকে বলেন, খাদিজা একটি অনুপ্রেরণার নাম। মেয়েটি আশ্রয়ণ প্রকল্পে থাকে। সে খুব সংগ্রাম করে নিজের পড়াশোনা চালানোর সঙ্গে পরিবারের পাশে দাঁড়িয়েছে। কিছুদিন আগে মেয়েটির একটি সাইকেল ছিল যা চালিয়ে সে প্রতিদিন কলেজে যাতায়াত করতো। সেটি চুরি হয়ে যায়। মেয়েটির পড়াশোনায় যেন অসুবিধা না হয় এজন্য উপজেলা প্রশাসন থেকে তাকে একটি নতুন সাইকেল উপহার দেওয়া হয়। তার পাশে উপজেলা প্রশাসন সব সময় থাকবে।

বিধান মজুমদার অনি/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।