গাজীপুরে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫২ এএম, ২০ নভেম্বর ২০২৩

গাজীপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের ভান্ডারি কালবাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ভান্ডারিয়ার ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে আনোয়ার সিমেন্টের একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এসময় ৮-১০জন দুর্বৃত্ত ট্রাকে(ঢাকা মেট্টো-ট-২২-৫৭৬১) পেট্রোল দিয়ে আগুন দিয় পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।