মহেশপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। এসময় নির্বাচনী সহিংসতা, ব্যলটবাক্স ছিনতাই ও ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটেছে। এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ায় ভোট বর্জন করেছেন এক বিএনপি প্রার্থী।
জানা গেছে, দুপুর ১২ টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী আঙুর আলী ও মৈফুল ইসলাম এর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিজানুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
একই ইউনিয়নের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ভোট বর্জেনের ঘোষণা দিয়েছেন। তার ভোটার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ায় তিনি এ ভোট বর্জন করেছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১ টার দিকে একদল দুর্বৃত্ত ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া সকাল ১১ টার দিকে কাজীরবেড় ইউনিয়নের সামন্তা এলাকা থেকে জামায়াত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার সময় এক জনকে আটক করে পুলিশ।
এফএ/এমএস