গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২০ নভেম্বর ২০২৩

গাজীপুর মহানগরীর বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মহানগরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মারুফ আহমেদ (১৮), রিফাত হোসেন (১৮), মো. রাশেদুল ইসলাম (২৩), মো. ইসমাইল হোসেন (১৫), মো. ইমাম হোসাইন (১৭), মো. জোবায়ের (১৯), জামিল উদ্দিন রিফাত (১৮), মাজদার রহমান (৩৫) ও মো. রহমত আলী (৩৩)।

আরও পড়ুন: ভোলায় জামায়াত-বিএনপির ৮ কর্মী আটক

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, হরতালের সমর্থনে সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় ফারিশতা রেস্টুরেন্টের সামনে নাশকতার চেষ্টাকালে তাদের আটক করা হয়। তারা সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী। আটকদের নামে নাশকতার মামলার পর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।