জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২০ নভেম্বর ২০২৩

জয়পুরহাটে ৭০ বোতল ফেনসিডিল আটকের মাদক মামলায় বান্ধন উড়াও (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় মজিদুল ইসলাম মাঝি নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আদালত-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। বান্ধন উড়াও পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে। তিনি জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে কয়া গ্রামে ওৎ পেতে থাকে পুলিশ। এসময় দুজন ব্যক্তি হেটে আসার সময় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে যায়। তখন বান্ধন উড়াওকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই তারিখে পাঁচবিবি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদক মামলা করেন। পরে এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বান্ধনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেওয়া হয়।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।