ফরিদপুর-১

বিএনপি ছেড়ে এবার বিএনএমে শাহ জাফর, অংশ নেবেন নির্বাচনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২১ নভেম্বর ২০২৩

বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করবেন বলেও জানিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফরিদপুর-১ আসনের জনসাধারণকে কোনো অরাজনৈতিক মানুষের হাতে ছেড়ে দিতে পারি না। আমি আমার এলাকার মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমার বয়সও প্রায় শেষ। এটাই আমার শেষ নির্বাচন। এটাই আমার শেষ রাজনীতি। আশাকরি ফরিদপুর-১ আসনের মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

jagonews24

আরও পড়ুন>> জাপা নির্বাচনে যাচ্ছে, জাপা নির্বাচনে যাচ্ছে না

শাহ জাফর আরও বলেন, যখন জানতে পেরেছি আওয়ামী লীগের জন্য নিবেদিত ও পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না তখন আমি নির্বাচনে অংশ নিতে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মঙ্গলবার মনোনয়ন পত্র ক্রয় করবো এবং মনোনয়ন পত্র জমা দিবো। সে লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এসময় তিনি ফরিদপুর-১ আসনের জনসাধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শাহ মোহাম্মদ আবু জাফর প্রথমে বাকশালে যোগ দিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবান সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৬ সালে বাকশালের জোট থেকে নৌকা প্রতীকে দ্বিতীয়বার ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহ্ মোহাম্মদ আবু জাফর ২০০৩ সালে জাতীয় পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেন। পরে তিনি ২০০৫ সালে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহ মোহাম্মদ আবু জাফর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর বৃহত্তর ফরিদপুরের ডেপুটি কমান্ডার এবং কেন্দ্রীয় বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

 

এন কে বি নয়ন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।