ঘরে ৭০ গ্রাম হেরোইন রেখে যাবজ্জীবন সাজা পেলেন নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আসিয়া (৪৮) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসিয়া সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহেষপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। কিন্তু তিনি বসবাস করতেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের ৪ ডিসেম্বর আসিয়ার বর্তমান বসতবাড়িতে অভিযান চালি ৭০ গ্রাম হেরোইন পায় পুলিশ। এ সময় তাকেও আটক করা হয়। সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক ২০২১ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত বিচার শেষে মঙ্গলবার আসিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

সোহান মাহমুদ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।