নাটোরে মালবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২২ নভেম্বর ২০২৩

নাটোরের লালপুরে মালবাহী একটি ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

Natore-(2).jpg

আব্দুলপুর রেল স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পাবর্তীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুলপুর স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় একটি বগি উল্টে যায়। এতে সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে উদ্ধারকারী ট্রেন আসছেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।