পটুয়াখালীর বড়ো বিঘাই ইউপিতে আ.লীগ প্রার্থীর জয়
পটুয়াখালী সদর উপজেলার বড়ো বিঘাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অহিদুজ্জামান মজনু মোল্লা ৩৫১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) আবু জাফর মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮০৩ ভোট। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এর মধ্যে তিন শতাধিক পুলিশ, তিন প্লাটুন বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব, ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করেছেন। এ নির্বোচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসএইচএস/পিআর