কুমিল্লার দুই উপজেলায় আ.লীগ-৮ বিএনপি-৫


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩১ মার্চ ২০১৬

কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আটটি ইউনিয়নে আওয়ামী লীগ ও পাঁচটিতে বিএনপি প্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জাল ভোট ও সহিংসতার কারণে বরুড়া উপজেলার চিতড্ডা ইউপির ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

বরুড়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আগানগর ইউপিতে বিএনপির প্রার্থী ইফতেখার আলম শাহীন, ভবানীপুর ইউপিতে বিএনপির সৈয়দ রেজাউল হক রেজু, লক্ষীপুর ইউপিতে বিএনপির নুরুল ইসলাম, আড্ডায় বিএনপির মো. জাফর উল্লাহ চৌধুরী, আদ্রা ইউপিতে বিএনপির মো. ফজলুল হক, খোশবাস ইউপিতে আওয়ামী লীগের নাজমুল হাছান, পয়ালগাছা ইউপিতে আওয়ামী লীগের সৈয়দ মাহিন, ঝলম ইউপিতে নুরুল ইসলাম নুরুকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউপিতেই আ.লীগের প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তারা হলেন- চৌয়ারা ইউপিতে আ.লীগের আবুল কালাম আজাদ, বারপাড়া ইউপিতে সেলিম আহাম্মেদ, জোড়কানন পুর্ব ইউপিতে হারিছ মিয়া, জোড়কানন পশ্চিম ইউপিতে হাসমত উল্লাহ, পেরুল দক্ষিণ ইউপিতে সফিকুর রহমান।

মো. কামাল উদ্দিন/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।