সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৬ নভেম্বর ২০২৩

সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার (২৫ নভেম্বর) লোকালয়ে এনে বাঘটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

এরআগে শুক্রবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকা থেকে মৃত বাঘটি উদ্ধার করেন বনবিভাগের কৈখালী স্টেশনের সদস্যরা।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ জাগো নিউজকে জানান, সুন্দরবনের কাচিকাটা এলাকায় টহলকালে অর্ধগলিত অবস্থায় মরা বাঘটিকে নদীতে ভাসতে দেখেন তারা। পরে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হয়। বয়সজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, মৃত বাঘটি দ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারী বন সংরক্ষক ইকবাল হুছাইন চৌধুরী জাগো নিউজকে বলেন, ২০-২৫ বছর বয়স হয়ে যাওয়ায় বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।